ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার মৃত্যুর পরে সেই আসনগুলোতে ইসির নির্দেশনা

২০২৫ ডিসেম্বর ৩০ ১২:৩৩:৩৮
খালেদা জিয়ার মৃত্যুর পরে সেই আসনগুলোতে ইসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবুও তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি দিনাজপুর-৩ (সদর), ফেনী-১ এবং বগুড়া-৭ এই তিনটি আসন থেকে প্রার্থীতা নিয়েছিলেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তাঁর মৃত্যুতে এসব আসনের নির্বাচন স্থগিত হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী, যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম বাতিল করা হবে। তবে এই পরিস্থিতিতে নতুন মনোনয়নপত্র দাখিল বা অর্থ জমার প্রয়োজন হবে না। রিটার্নিং কর্মকর্তা কমিশনের অনুমোদনে নতুন তারিখ ঘোষণা করতে পারবেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, “খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও তফশিলে কোনো প্রভাব পড়বে না, কারণ তিনি এখনও বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হননি। বিএনপি ইতোমধ্যেই বিকল্প প্রার্থী ঘোষণা করেছে। তাই কোনো সমস্যা হবে না।”

বিকল্প প্রার্থী ঘোষণা

দিনাজপুর-৩ (সদর): সৈয়দ জাহাঙ্গীর আলম (বিএনপি রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র)

ফেনী-১: মুন্সি রফিকুল আলম ওরফে মজনু (ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক)

বগুড়া-৭: মোর্শেদ মিল্টন (গাবতলী উপজেলা বিএনপি সভাপতি)

বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়; এটি দেশের রাজনীতিতে এক শক্তিশালী কণ্ঠস্বরের হার। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন নেত্রী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে