ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

২৫ ডিসেম্বর জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি

২০২৫ ডিসেম্বর ২৪ ১৩:১৪:২২
২৫ ডিসেম্বর জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে দলটি। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিমানবন্দর থেকে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এর আগে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য ৩০০ ফুট সড়কে আয়োজনকৃত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন, যেখানে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। অনুষ্ঠানটি সীমিত আকারের হওয়ায় শুধুমাত্র তিনি বক্তব্য রাখবেন এবং অন্য কোনো বক্তা থাকবেন না।’

তিনি আরও জানান, দেশে ফেরার পর পরবর্তী দিন শুক্রবার বাদ জুমা তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করবেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে দলীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করবেন। পরবর্তী দিন শনিবার তিনি জুলাই শহীদ যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

বিএনপি সূত্রে জানানো হয়েছে, সংবর্ধনা ও স্বদেশ প্রত্যাবর্তনের সময়জনিত সম্ভাব্য যানজট এবং জনসমাগম নিয়ন্ত্রণে দলের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে