ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খেজুর আমদানিকারকদের বড় সুখবর দিল এনবিআর

২০২৫ ডিসেম্বর ২৪ ১২:৫০:৪৩
খেজুর আমদানিকারকদের বড় সুখবর দিল এনবিআর

নিজস্ব প্রতিবেদক: রমজান মাসের আগমনের সঙ্গে সঙ্গে খেজুর আমদানি সহজ ও সাশ্রয়ী করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ধর্মপ্রাণ জনগণের সুবিধার কথা বিবেচনা করে এবং খেজুরের বাজারমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার উদ্দেশ্যে খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক ৪০ শতাংশ কমানো হয়েছে।

এনবিআর জানায়, পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকার গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে খেজুর আমদানিতে প্রযোজ্য কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

এছাড়া, গত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সম্পর্কিত বিধিমালা সংশোধন করা হয়েছে। এতে খেজুরসহ সব ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগের বছরের মতো খেজুর ও অন্যান্য ফলের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড়ও বহাল রাখা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, এই শুল্ক হ্রাস ও অগ্রিম আয়করের ছাড়ের ফলে রমজান মাসে খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে এবং সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে বাজার মূল্য থাকবে। সরকারের এই উদ্যোগ ধর্মপ্রাণ জনগণের আবেগকে সম্মান জানানো এবং রমজানকে সুবিধাজনক ও সাশ্রয়ী করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে