ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিপিএল শুরুর আগেই মিলল দুঃসংবাদ 

২০২৫ ডিসেম্বর ০৬ ০৯:৫১:৩৮
বিপিএল শুরুর আগেই মিলল দুঃসংবাদ 

নিজস্ব প্রতিবেদক : আর মাত্র কিছুদিন পর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরের। ছয় দলকে নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের নিলাম ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, যেখানে নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে টেনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে বিপিএল শুরু হওয়ার আগেই চট্টগ্রাম রয়্যালস পেল বড় দুঃসংবাদ। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো পেরেরা।

নিলামে ২০ হাজার ডলারে পেরেরাকে দলে নিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। কিন্তু বুড়ো আঙুল ভেঙে যাওয়ায় বিপিএলে খেলতে পারছেন না তিনি। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, খুব দ্রুতই তার বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।

ক্যারিয়ারের শুরুতে অনেক সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি পেরেরা। ২০১৩ সালের মার্চে এক ম্যাচের জন্য শ্রীলঙ্কার অধিনায়ক হওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে ব্যাট–বল হাতে প্রত্যাশা মতো পারফরম করতে না পারায় আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ হতে পারেনি। লঙ্কান এই অলরাউন্ডার দেশের জার্সিতে সমান ৬টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

পেরেরার অনুপস্থিতির খবরের আগে আরেকটি ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস। দলের মেন্টর ও টিম ম্যানেজার হিসেবে ঘোষিত হাবিবুল বাশার দায়িত্ব নেয়ার কয়েকদিনের মধ্যেই ব্যক্তিগত কারণে পদ ছাড়ার সিদ্ধান্ত জানান। গত ২৭ নভেম্বর তাকে এ দায়িত্ব দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে