ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নতুন আইপিও বিধিমালায় সরাসরি তালিকাভুক্তির সুযোগে শেয়ারবাজারে ঝড়

২০২৫ ডিসেম্বর ০১ ১১:০৮:৩৩
নতুন আইপিও বিধিমালায় সরাসরি তালিকাভুক্তির সুযোগে শেয়ারবাজারে ঝড়

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) বিষয়টি পুনরায় আলোচনায় এসেছে। বাজার-সংশ্লিষ্টরা মনে করছেন, বড় মূলধনী বা বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোও সরাসরি তালিকাভুক্তির সুযোগ পেলে বাজারে শেয়ারের সরবরাহ বাড়বে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর আইপিও বিধিমালা, ২০২৫-এর খসড়া নিয়ে অংশীজনদের মতামত গ্রহণের জন্য বৈঠক আয়োজন করে। সেই বৈঠকে বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তির বিষয়ে মতামত এসেছে।

ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম জানান, আইপিওতে শেয়ার ইস্যু না করেও উদ্যোক্তা বা পরিচালকরা বাজারে শেয়ার বিক্রি করতে পারলে, তারা আরও সক্রিয়ভাবে তালিকাভুক্ত হতে উৎসাহিত হবেন। তিনি বলেন, সরকারি ও বেসরকারি কোম্পানির জন্য একই ধরনের নিয়ম থাকা উচিত যাতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়।

বিএসইসির পরিচালক আবুল কালাম জানান, সরাসরি তালিকাভুক্তি মূলত সেকেন্ডারি মার্কেটের জন্য প্রযোজ্য। বেসরকারি কোম্পানির ক্ষেত্রে বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে, যা তুলে নেওয়া হলে সরাসরি তালিকাভুক্তির সুযোগ সহজলভ্য হবে।

সরাসরি তালিকাভুক্তি এমন একটি প্রক্রিয়া, যেখানে কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে না; উদ্যোক্তা ও পরিচালকরা সেকেন্ডারি মার্কেটে তাদের শেয়ার বিক্রি করে অর্থ তুলতে পারেন। ২০০৯ ও ২০১০ সালের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, ভুল ব্যবস্থাপনায় শেয়ারবাজারে অর্থ তোলার পর কোম্পানি দুর্বল অবস্থায় পড়তে পারে।

শেয়ারবাজারে নতুন ও ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়ানোর মাধ্যমে বাজারে আস্থা ও তারল্য পুনরুদ্ধার করতে পারে, যা দীর্ঘ সময় ধরে আটকে আছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে