ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জ্বালানি তেলের লিটারভিত্তিক নতুন দাম প্রকাশ

২০২৫ ডিসেম্বর ০১ ১১:০৪:২৭
জ্বালানি তেলের লিটারভিত্তিক নতুন দাম প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : দেশে ব্যবহৃত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। চলতি মাসের জন্য লিটারে দুই টাকা করে মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। এই নতুন দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

রবিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয়।

সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসে নতুন দাম নির্ধারণ করা হয়েছে:

ডিজেল: ১০২ → ১০৪ টাকা প্রতি লিটার

অকটেন: ১২২ → ১২৪ টাকা প্রতি লিটার

পেট্রোল: ১১৮ → ১২০ টাকা প্রতি লিটার

কেরোসিন: ১১৪ → ১১৬ টাকা প্রতি লিটার

এবারের দাম বৃদ্ধির মাধ্যমে সরকার ও জ্বালানি বিভাগ ভোক্তাদের তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে চাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে