ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন আপডেট

২০২৫ ডিসেম্বর ০১ ১০:৫৮:৩৬
খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। রোববার তিনি হাসপাতালে শয্যায় অল্প নড়াচড়া করতে পেরেছেন এবং কথাবার্তায় সাড়া দিয়েছেন বলে চিকিৎসক ও বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বেসরকারি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। তবে তারা জানান, এ উন্নতি সত্ত্বেও তিনি এখনো ঝুঁকিমুক্ত নন।

চিকিৎসক দলের দেশি–বিদেশি বিশেষজ্ঞরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। পরিবারের উদ্বেগ থাকলেও বিদেশে নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। চিকিৎসকদের মতে, দীর্ঘ ফ্লাইট, যাত্রাপথের শারীরিক চাপ এবং পরিবেশগত পরিবর্তন—এ মুহূর্তে তার জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই দেশে থেকেই অবস্থার স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হচ্ছে।

সূত্র জানায়, গতকালও তার কিডনির ডায়ালাইসিস করা হয়েছে। তবে তিনি এখনো স্বাভাবিক খাবার খেতে পারছেন না। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন। লিভারের জটিলতা, কিডনি কর্মক্ষমতা হ্রাস, শরীরে পানি জমা ও শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা জটিলতার সৃষ্টি করায় তাকে এইচডিইউ (হাই ডিপেনডেন্সি ইউনিট)–এ রাখা হয়েছে।

চিকিৎসকদের ভাষ্য, তার শ্বাসকষ্ট, পানি জমা এবং কিডনির সমস্যাগুলো বিবেচনায় নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির নেতা এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল হলেও তিনি এখনও বিমানযাত্রার মতো অবস্থায় পৌঁছাননি।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান বিদেশে নেওয়ার সম্ভাবনা নিয়ে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

দলীয় নেতারা প্রতিদিন তার খোঁজখবর নিলেও হাসপাতালের সামনে ভিড় এড়াতে দলীয়ভাবে অনুরোধ জানানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে