ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইতিহাসের বিরল সূর্যগ্রহণ দেখা যাবে যেসব এলাকায়

২০২৫ ডিসেম্বর ০১ ১০:০৮:১৫
ইতিহাসের বিরল সূর্যগ্রহণ দেখা যাবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক : ২০২৭ সালের ২ আগস্ট ঘটতে যাচ্ছে এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে তখন প্রায় ছয় মিনিট পর্যন্ত অন্ধকার নেমে আসবে—যা চলতি শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা হতে পারে।

ইউরোপের বেশির ভাগ অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে আংশিকভাবে এ সূর্যগ্রহণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার অধিকাংশ দেশ থেকে এটি দৃশ্যমান হবে না।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি শুরু হবে পূর্ব আটলান্টিক থেকে। এরপর এটি মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া ও মিশর অতিক্রম করে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে অগ্রসর হবে। বিশেষ করে মিশরের লাক্সর ও আসওয়ান শহরে পূর্ণগ্রাসের সময়কাল সবচেয়ে দীর্ঘ হতে পারে।

পূর্ণগ্রাস অবস্থায় সূর্য কয়েক মিনিটের জন্য সম্পূর্ণ আড়াল হয়ে যাওয়ায় চারপাশের আলো স্পষ্টভাবে হ্রাস পাবে এবং তাপমাত্রাও কিছুটা কমে যেতে পারে। এ সময় সূর্যের করোনা অন্ধকার চাঁদের কিনার ঘিরে মৃদু আলো ছড়াবে। আংশিক সূর্যগ্রহণ দেখার অঞ্চলগুলোতে সূর্যকে তখন ‘কামড়ানো আপেলের’ মতো মনে হবে।

যখন চাঁদ সরাসরি সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে পড়ে, তখনই ঘটে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এতে দিনের আলো মুহূর্তেই ম্লান হয়ে যায় এবং পরিবেশে কৃত্রিম সূর্যাস্তের অনুভূতি তৈরি হয়। বাতাসের ধরন বদলে যেতে পারে এবং অনেক প্রাণী রাত নেমে আসছে ভেবে আচরণ পরিবর্তন করে। পাখিরাও তখন সাধারণত নীরব হয়ে যায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে