ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

ভূমিকম্পসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া

২০২৫ নভেম্বর ২৮ ১৪:২৯:৩৯
ভূমিকম্পসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া

নিজস্ব প্রতিবেদক : দোয়ার উচ্চারণ: আল্লাহুমা ইন্নি আঊযুবিকা মিনাত তারদ্দি, ওয়াল হাদমি, ওয়াল গরক্কি, ওয়াল হারিক্ব।

অর্থ:“হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই—পাহাড় বা উঁচু স্থান থেকে পড়ে যাওয়া, ধসে চাপা পড়া, ডুবে যাওয়া এবং আগুনে পুড়ে মারা যাওয়া থেকে।”

দোয়ার ফজিলত ও উপকারিতা:রাসুলুল্লাহ (সা.) এই দোয়াটি আমাদের জীবন ও মৃত্যুজনিত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য শিখিয়েছেন।

এতে চারটি ভয়াবহ বিপদ থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে, যা হঠাৎ মৃত্যু বা কষ্টদায়ক মৃত্যুর কারণ হতে পারে।

নিয়মিত পাঠ করলে আল্লাহর রহমতে এসব বিপদ থেকে হেফাজত পাওয়া যায়।(সূত্র: সুনান আন-নাসাঈ : ৫৫২৩)

বজ্র বা মেঘের আওয়াজ শুনলে পড়ার দোয়া

উচ্চারণ:আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা, ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, ওয়া আফিনা কাবলা যা-লিকা।

অর্থ:“হে আল্লাহ! তোমার গজব দিয়ে আমাদের হত্যা করো না। তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস করো না। আমাদের নিরাপদে রাখো।”(তিরমিজি : ৩৪৫০)

ইমাম ফুযাইল ইবনু ‘ইয়াদ্ব (রহ.) বলেন: “দুনিয়া থেকে নির্মোহ ও মানুষদের প্রতি আসক্তিহীনতার লক্ষণ হলো—তুমি মানুষের প্রশংসা পছন্দ করো না, আর তাদের নিন্দা-সমালোচনা নিয়েও কোনো পরোয়া করো না।” (হিলইয়াতুল আওলিয়া : ৮/৯০)

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে