ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচনের আগেই বড় ধাক্কা: পদত্যাগ করতে যাচ্ছেন দুই উপদেষ্টা

২০২৫ নভেম্বর ২৮ ১০:৪৩:১৯
নির্বাচনের আগেই বড় ধাক্কা: পদত্যাগ করতে যাচ্ছেন দুই উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহেই উপদেষ্টা পরিষদের দুই সদস্য পদ ছাড়তে যাচ্ছেন। তারা হলেন—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ করবেন বলে সূত্র জানিয়েছে। তাঁদের পদত্যাগের পর উপদেষ্টা পরিষদে নতুন মুখ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়কদের মধ্যেও দুজন আছেন—যারা উপদেষ্টা পদ ছাড়ার পর মাঠে নামবেন। বিভিন্ন সূত্র বলছে, তাঁরা বিএনপি ছেড়ে দেওয়া আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন। মৌখিকভাবে তাঁরা বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন।

সূত্র আরও জানায়, ১০ ডিসেম্বরের মধ্যে তফসিল, তার আগে ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে। সম্ভাব্য নির্বাচনের তারিখ ৮ ফেব্রুয়ারি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুধবার রাতে নাহিদ ইসলামের বাসায় বৈঠকে বসে জোট নিয়ে আলোচনা করে।তবে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)–কে জোটে নেওয়ার প্রস্তাব উঠতেই আলোচনা থেমে যায়।

৪০ জন নেতার মধ্যে মাত্র ৩ জন এ প্রস্তাবের পক্ষে মত দেন।অনেকে বিএনপির সঙ্গে জোট চান, আবার কেউ স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চান।ফলে শেষ মুহূর্তে এনসিপি ভাঙনের আশঙ্কাও তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নে আসিফ মাহমুদ বলেন,‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করব। আইনগত বাধা নেই, তবে নীতিগতভাবে উপদেষ্টা হয়েই নির্বাচন করা ঠিক হবে না।’তিনি কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও চূড়ান্ত নয়।তিনি আগে কুমিল্লার ভোটার ছিলেন, এখন ঢাকা-১০ আসনের ভোটার। ধারণা করা হচ্ছে, তিনি এই আসন থেকেই নির্বাচন করতে পারেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গত দুই মাস ধরে পদত্যাগের বিষয়ে ‘অনিশ্চয়তার’ কথা বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন। তাঁর কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট—যেমন ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে’,বা ‘মজলুম জালিম হচ্ছে’—সরকারের নীতিনির্ধারকদের মধ্যে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে সূত্রের দাবি।

সরকার পরে বিবৃতি দিয়ে জানায়, নভেম্বরের পরও উপদেষ্টা পরিষদের সভা চলবে—অর্থাৎ কেবিনেট কার্যক্রম বন্ধ হচ্ছে না।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের নেপথ্য কয়েকজন নেতৃত্বশীল ব্যক্তির মাধ্যমে ৯ মে যাত্রা শুরু করে নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।৮২ সদস্যের কমিটিতে আহ্বায়ক আলী আহসান জুনায়েদ,সদস্য সচিব আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ।দলটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কয়েকজন নেতা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে