ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

‘ঢাকার কসাই’ কামাল আসছে দেশে, বিচার নিয়ে গরম সংবাদ

২০২৫ নভেম্বর ২৮ ১৩:৪২:৪৫
‘ঢাকার কসাই’ কামাল আসছে দেশে, বিচার নিয়ে গরম সংবাদ

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে প্রেস সচিব লেখেন,“আমি নিশ্চিত যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খাঁন কামাল এবং জুলাই মাসের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশের বিচারব্যবস্থার আওতায় আনা হবে। ভারত ইতোমধ্যে জানিয়েছে, জুলাই গণহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ তারা পরীক্ষা করছে।”

তিনি আরও বলেন,“আমরা জানি হাসিনার প্রতি সহানুভূতিশীল ব্যক্তিরা আছেন। তবুও আমি নিশ্চিত—‘ঢাকার কসাই’ খ্যাত আসাদুজ্জামান খাঁন কামালকে খুব শিগগিরই বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলোর বিষয়ে যত তদন্ত এগোবে, ততই গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসবে।”

আরও বলেন,“কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতা যত অর্থই ব্যয় করুন না কেন, জবাবদিহিতা এড়ানো সম্ভব হবে না। আমরা যদি একটি জাতি হিসেবে জুলাই গণহত্যার শিকারদের এবং হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় থাকি, তাহলে দায়ীদের পলায়ন ক্রমেই কঠিন হয়ে উঠবে। এটি কামালকে দিয়ে শুরু হবে—তারপর…।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে