ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

অস্বাভাবিক শেয়ারদর- ডিএসইর প্রশ্নে নীরব কোম্পানি

২০২৫ নভেম্বর ২৮ ০০:০৯:২১
অস্বাভাবিক শেয়ারদর- ডিএসইর প্রশ্নে নীরব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর ও লেনদেনে হঠাৎ অস্বাভাবিক উর্ধ্বগতি দেখা গেছে। বিষয়টি নজরে আনতে কোম্পানিটির কাছে কারণ জানতে চিঠি পাঠিয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে ডিএসইর পাঠানো সেই চিঠির কোনো জবাব দেয়নি খুলনা প্রিন্টিং।

ডিএসই সূত্র বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিশ্চিত করেছে যে কোম্পানিটির লেনদেনের অস্বাভাবিকতা নজরে আসার পর ডিএসই ব্যাখ্যা চাইলেও কোম্পানি নীরব রয়েছে।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারদর গত কয়েক দিনে অস্বাভাবিক গতিতে বাড়তে থাকে। গত ২৪ নভেম্বর প্রতিষ্ঠানটিকে কারণ জানতে চিঠি দেয় ডিএসই। কিন্তু এখনো পর্যন্ত ওই চিঠির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৩ নভেম্বর শেয়ারটির দাম ছিল ৮ টাকা ৫০ পয়সা। মাত্র ১৩ দিন পর, ২৬ নভেম্বর লেনদেন শেষে দর উঠে দাঁড়ায় ১৬ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ এক মাসের ব্যবধানে দাম বেড়েছে ৮ টাকা ৪০ পয়সা বা প্রায় ৯৮.৮২ শতাংশ।

শেয়ারমূল্য এভাবে দ্রুত বৃদ্ধি পাওয়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ এবং সেই কারণেই তাদের অনুসন্ধান চিঠি পাঠানো হয়েছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে