ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহে ৫ কোম্পানির শেয়ার

২০২৫ নভেম্বর ২৭ ২০:০৮:০৬
বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহে ৫ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ লেনদেনের দিনে দেশের শেয়ারবাজারে দেখা গেছে উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন বাজারে মোট ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ১৭০টির দর বৃদ্ধি পায়। এদিন বিক্রেতার অভাবে ৫ প্রতিষ্ঠানের শেয়ার হল্টেড হয়ে যায়—যা বাজারে চাঙ্গাভাবের জোরালো ইঙ্গিত দেয়।

বিক্রেতা সংকটে হল্টেড কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রহিমা ফুড, ফরচুন সুজ, রিংশাইন টেক্সটাইল, ইসলামিক ফাইন্যান্স এবং রিজেন্ট টেক্সটাইল। এই পাঁচ প্রতিষ্ঠানের শেয়ারের জন্য বাজারে ক্রেতার চাপ এমন পর্যায়ে পৌঁছায় যে, বিক্রেতা না থাকায় শেয়ারগুলো সারাদিনের নির্দিষ্ট সীমায় আটকে যায়। ফলে ডিএসই সেগুলোকে হল্টেড ঘোষণা করে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রহিমা ফুডের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ টাকায়। এদিন শেয়ারটির দর ১২৩ টাকা ২০ পয়সা থেকে ১৩৫ টাকায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ৯ কোটি ১৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফরচুন সুজের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৬০ পয়সায়। এদিন শেয়ারটির দর ১৪ টাকা ১০ পয়সা থেকে ১৫ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে রিংশাইন টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সায়। এদিন শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা থেকে ৩ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ১ কোটি ৪৫ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামিক ফাইন্যান্সের ৭০ পয়সা বা ৯.৩৩ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইলের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ দর বেড়েছে।

জুয়েল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে