ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশিরা বিনা ভিসায় যেতে পারেন ভূমিকম্পহীন এই দেশে

২০২৫ নভেম্বর ২৬ ১৮:০৩:৩৯
বাংলাদেশিরা বিনা ভিসায় যেতে পারেন ভূমিকম্পহীন এই দেশে

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আমেরিকার মনোরম দ্বীপদেশ বাহামা—ভূমিকম্পে বিশ্বের সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। আরও সুখবর হলো, সেখানে যেতে ভিসা লাগে না বাংলাদেশিদের।

ওয়ার্ল্ড অ্যাটলাসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে—চাদ, নাইজার, বাহামা, আইভরি কোস্ট, বুরকিনা ফাসো, ফিনল্যান্ড, ডেনমার্ক, লাটভিয়া, আয়ারল্যান্ড এবং উরুগুয়ে।

বাহামা প্রধান টেকটোনিক প্লেটের সীমান্ত থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দূরে। ফলে সেখানে ভূমিকম্প খুবই বিরল। যদিও ক্যারিবীয় অঞ্চলে বড় ভূমিকম্প হলে দূরবর্তী কম্পন কখনো কখনো অনুভূত হতে পারে।

পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী বর্তমানে বাংলাদেশিরা ১৫টি দেশে ভিসামুক্ত প্রবেশ পান। এর মধ্যে বাহামা অন্যতম।ভিসা ছাড়াই বাহামায় বাংলাদেশিরা ৩ মাস, বিশেষ ক্ষেত্রে ৮ মাস পর্যন্ত থাকতে পারেন।

ভিসামুক্ত প্রবেশের তালিকা (১৫ দেশ):বাহামা, বার্বাডোজ, ভুটান, ডমিনিকা, ফিজি, গাম্বিয়া, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, রুয়ান্ডা, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও ভানুয়াতু।

ভিসা লাগবে না—তবুও প্রবেশের সময় কিছু শর্ত পূরণ করতে হয়ঃ

ফেরার টিকিট বা পরবর্তী ভ্রমণের প্রমাণ

ভ্রমণকালে ব্যয় বহনের পর্যাপ্ত অর্থ

কোনো আয়ের উদ্দেশ্যে কাজ করা যাবে না

পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ৬ মাস

ইমিগ্রেশন ডিসএমবার্কেশন কার্ড পূরণ

নৌপথে গেলে অতিরিক্ত ‘প্যাসেঞ্জার ও ক্রু ম্যানিফেস্ট’ ফরম লাগবে

সতর্কতা: শর্ত পূরণ করলেও চূড়ান্ত অনুমতি ইমিগ্রেশন কর্মকর্তার বিবেচনাধীন। নিয়ম পরিবর্তন হতে পারে—তাই ভ্রমণের আগে বাহামা ইমিগ্রেশনের সর্বশেষ নীতিমালা দেখা উচিত।

ভূমিকম্প ঝুঁকি কম হলেও বাহামা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও উপকূলীয় বন্যার জন্য ঝুঁকিপূর্ণ। নিম্নভূমি হওয়ায় সুনামির মধ্যম স্তরের ঝুঁকিও রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে