ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

‘বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক ও বীমা খাতে আনা হবে বড় সংস্কার’

২০২৫ নভেম্বর ২৬ ১৮:০১:০৪
‘বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক ও বীমা খাতে আনা হবে বড় সংস্কার’

নিজস্ব প্রতিবেদক : বিএনপি সরকার গঠন করলে দেশের ব্যাংক ও বীমা খাতে বড় ধরনের কাঠামোগত সংস্কার আনা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও দলীয়করণমুক্ত পরিবেশ নিশ্চিত করাই তাদের অঙ্গীকার।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বর্তমান আর্থিক খাতের দুরবস্থা তুলে ধরে আমীর খসরু বলেন,“দেশে অনেক ইনস্যুরেন্স কোম্পানি আছে যারা গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। প্রায় ২০টি কোম্পানির এমন অবস্থা।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অনেক প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ভোগান্তিতে রেখেছে। আগামী দিনে ক্ষমতায় এলে বিএনপি এই অনিয়ম চলতে দেবে না এবং এ খাতে বড় সংস্কার করা হবে।

তিনি অভিযোগ করেন, আগের সরকার দলীয় বিবেচনায় বহু ব্যাংক ও ইনস্যুরেন্স কোম্পানি অনুমোদন দিয়েছে, যা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। এসব প্রতিষ্ঠানে জবাবদিহির অভাবে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন—একটি নির্বাচিত সরকারই এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে