ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

ভারতকে দেওয়া চিঠি প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

২০২৫ নভেম্বর ২৬ ১৭:৫১:১৫
ভারতকে দেওয়া চিঠি প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান থেকে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকার চিঠি পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি এবং খুব দ্রুত উত্তর আসার প্রত্যাশাও করছে না ঢাকা।

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

কোন প্রক্রিয়ায় চিঠি পাঠানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান,“নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখনো কোনো উত্তর পাইনি। এত তাড়াতাড়ি উত্তর আশা করি না আমরা।”

এক সাংবাদিক জানতে চান—কেন দ্রুত উত্তর আশা করছেন না? জবাবে তিনি বলেন,“আমি তো আগের চিঠিরই উত্তর পাইনি এখনও। কাজেই এটা কাল বা এক সপ্তাহের মধ্যে জবাব দেবে—এটা প্রত্যাশা করি না। তবে আশা করি, শেষ পর্যন্ত আমরা উত্তর পাব।”

চিঠির বিষয়বস্তু নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন,“আমরা বলেছি—যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাই তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়।”

গত বছর জুলাই মাসে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দায়ী করে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। সে রায়ের পর শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য কূটনৈতিক চিঠি পাঠায়। এর আগেও গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ একই অনুরোধ করেছিল।

নির্বাচনে ভারতীয় পর্যবেক্ষক আসতে চাইলে অনুমতি দেওয়া হবে কি না—এ প্রশ্নে উপদেষ্টা বলেন,“এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। এতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি কারো সহায়তাও করব না, যদি না নির্বাচন কমিশন আমাদের আনুষ্ঠানিকভাবে বলে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে