ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয় 

২০২৫ নভেম্বর ২৬ ১৬:৪৯:৫৭
নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয় 

নিজস্ব প্রতিবেদক : আল্লাহতায়ালা মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য, আর সেই ইবাদতের শ্রেষ্ঠ রূপ হলো নামাজ। ব্যক্তিগত, সামাজিক এবং আধ্যাত্মিক—সব দিক থেকেই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজরত মুহাম্মদ (সা.) নামাজকে দ্বীনের স্তম্ভ বলেছেন। আরেক হাদিসে তিনি বলেন, "আমার চোখের স্নিগ্ধতা রয়েছে নামাজে।"

পবিত্র কোরআনে আল্লাহ বলেন,“নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।” সুরা আনকাবুত : ৪৫

অতএব, প্রকৃত নামাজি হতে হলে নামাজে একাগ্রতা ও খুশু-খুজু অর্জন জরুরি। হাদিসে এসেছে, “আল্লাহকে এমনভাবে ইবাদত করো, যেন তুমি তাঁকে দেখতে পাচ্ছ। আর যদি দেখতে না পাও, তবে তিনিই তোমাকে দেখছেন।” (বুখারি ৫০, মুসলিম ৮)

নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করবেন?

অনেক সময় নামাজরত অবস্থায় সন্দেহ তৈরি হয়—তিন রাকাত পড়েছি নাকি চার? শুরুর দিকের রাকাতে ভুল হলো কি না? এ নিয়ে অনেকেই নামাজ শেষেও অনিশ্চয়তায় ভোগেন, কেউ আবার নামাজ পুনরায় আদায় করেন।

ফুকাহায়ে কিরাম এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন—

১. প্রবল ধারণা থাকলে

যদি চিন্তা করতে গিয়ে মনে হয়,“আমার বেশি মনে হচ্ছে তিন রাকাত পড়েছি” তবে সেই প্রবল ধারণা অনুযায়ী নামাজের বাকি অংশ সম্পন্ন করবেন এবং শেষে সিজদা সাহু দেবেন।

২. প্রবল ধারণা না থাকলে

যদি দুটি সম্ভাবনাই সমান মনে হয়—তিনের পক্ষেও মন টানে, আবার চারের পক্ষেও—তাহলে কম সংখ্যাটি ধরবেন, অর্থাৎ তিন রাকাত ধরে আরও একটি রাকাত পড়ে সিজদা সাহু করবেন।

শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন—

প্রবল ধারণা হলে: সেই ধারণা অনুযায়ী রাকাত পূরণ করে সিজদা সাহু করবেন।

কোনো ধারণা না হলে: কম রাকাত ধরবেন, অতিরিক্ত রাকাত পড়ে সিজদা সাহু করবেন।

হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—“নামাজে সন্দেহ হলে কম সংখ্যাটি ধরো এবং সালামের আগে দুটি সিজদা আদায় করো।”—তিরমিজি : ৩৯৮

অতএব, নামাজে রাকাত নিয়ে সন্দেহ হলে পুনরায় নামাজ পড়ার প্রয়োজন নেই। কম ধরে পূরণ করা এবং সিজদা সাহুই এ সমস্যার সঠিক সমাধান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে