ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন তথ্য প্রকাশ

২০২৫ নভেম্বর ২৬ ১৪:১৮:০০
খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন গণমাধ্যমকে জানান, “চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো। তার ফুসফুসে সংক্রমণ রয়েছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে কেবিনে নিবিড় পর্যবেক্ষণ চলছে।”

এর আগে সোমবার রাতে চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র হয়েছে। বুকে সংক্রমণ ধরা পড়ায় এবং আগের হৃদরোগের কারণে ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে পড়ায় তাকে বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন পরীক্ষা ও অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

দলের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে