ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
Sharenews24

ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে

২০২৫ নভেম্বর ১৯ ১৭:০১:৪৯
ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকে আদালত কারাগারে পাঠিয়েছেন। তাকে ১৮৯ কোটি ৮০ লাখ টাকার ঋণ কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার বিবরণ:

বুধবার সকালে ধানমণ্ডি থেকে দুদক (দুর্নীতি দমন কমিশন) ওবায়েদ উল্লাহ আল মাসুদকে গ্রেপ্তার করে।

বিকেলে তাকে ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল কারাগারে রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। আসামিপক্ষ থেকে জামিনের কোনো আবেদন ছিল না।

মামলার প্রেক্ষাপট:

২৮ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের আছাদগঞ্জ শাখা থেকে নিয়মবিরুদ্ধভাবে ঋণ নেওয়ার অভিযোগে দুদক মামলার শুরু করে।

অভিযোগে বলা হয়েছে, মেসার্স মিজান ট্রেডার্সের নামে ছোলা ও গম আমদানির জন্য ঋণ মঞ্জুর করা হলেও প্রকৃত সুবিধাভোগী ছিল নুরজাহান গ্রুপ এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান জাসমীর ভেজিটেবল ওয়েল লিমিটেড।

কর্মকর্তাদের মাধ্যমে প্রতারণার মাধ্যমে ৫১ কোটি টাকা (বর্তমানে সুদসহ ১৮৯ কোটি ৮০ লাখ টাকা) আত্মসাৎ করা হয়েছে।

এই মামলায় মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ এবং নুরজাহান গ্রুপের পরিচালকরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে