ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Sharenews24

যুবরাজ সিংয়ের বাবার জীবন এমন হবে—কল্পনাও করেননি কেউ

২০২৫ নভেম্বর ১৮ ১০:২৮:৪১
যুবরাজ সিংয়ের বাবার জীবন এমন হবে—কল্পনাও করেননি কেউ

নিজস্ব প্রতিবেদক : ভারতের কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা ও সাবেক ক্রিকেটার যোগরাজ সিং আবারও শিরোনামে। তবে এবার কারণ বিতর্ক নয়—নিজের অসহায়, নিঃসঙ্গ জীবন নিয়ে এক বেদনাদায়ক সাক্ষাৎকার।

যোগরাজ জানিয়েছেন, তিনি এখন একেবারে একাকী জীবন কাটান। পাশে নেই পরিবার, নেই সন্তানদের সঙ্গ। খাবার দিয়ে যায় অচেনা লোকেরা। এমনকি তিনি মৃত্যুর অপেক্ষায় আছেন বলেও জানান।

এক সাক্ষাৎকারে যোগরাজ বলেন—‘আমি আমার মা, সন্তান, পুত্রবধূ, নাতি-নাতনিকে ভালোবাসি। কিন্তু কারও কাছে কিছু চাই না। আমি মৃত্যুর জন্য প্রস্তুত। ঈশ্বর যখন চাইবেন, আমাকে নিয়ে যেতে পারেন।’

পরিবারের টানাপোড়েন

যোগরাজের প্রথম স্ত্রী শবনমের সঙ্গে তার ঘরে জন্ম যুবরাজ সিং ও জোরাভর। দীর্ঘদিনের পারিবারিক কলহের কারণে বিচ্ছেদ ঘটে। যুবরাজও আগের সাক্ষাৎকারে বলেছিলেন—বাবা-মায়ের ঝগড়া এত বেশি ছিল যে বিচ্ছেদটাই ছিল একমাত্র সমাধান।

বিচ্ছেদের পর যোগরাজ বিয়ে করেন নীনা বুন্দেলকে। তাদের এক ছেলে ভিক্টর এবং মেয়ে আমনজ্যোৎ রয়েছে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যোগরাজের জীবনে নেমে এসেছে নিঃসঙ্গতা।

‘অচেনা লোকের খাবারের অপেক্ষায় থাকি’

নিজের বর্তমান অবস্থা নিয়ে যোগরাজ বলেন—‘রোজ বিকেলে একা বসে থাকি। ঘরে কেউ থাকে না। অচেনা লোকেরা খাবার দিয়ে যায়। রান্নার লোক আছে, কিন্তু তারা রান্না করে চলে যায়। আমি একাই থাকি।’

‘জীবনের সবচেয়ে বড় ধাক্কা—যুবরাজ ও তার মায়ের চলে যাওয়া’

শবনমের সঙ্গে বিচ্ছেদকে নিজের জীবনের বড় দুর্ঘটনা উল্লেখ করে যোগরাজ বলেন—‘যুবরাজ আর তার মায়ের ছেড়ে যাওয়া ছিল বড় ধাক্কা। যার জন্য জীবন উৎসর্গ করেছি, সে এভাবে চলে যেতে পারে! ভুল করেছি—স্বীকার করি। কিন্তু আমি কাউকে কখনো ক্ষতি করিনি।’

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে