ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Sharenews24

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা

২০২৫ নভেম্বর ১৭ ১৬:৫৩:০৮
রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণার পরপরই ভারত থেকে তিনি লিখিত প্রতিক্রিয়া পাঠিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে শেখ হাসিনা রায়কে “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে আখ্যা দেন।

বিবৃতিতে তিনি বলেন,“আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় করে দিতে অন্তর্বর্তী সরকারের একটি কৌশলই হচ্ছে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া।”

তিনি দাবি করেন, ন্যায্য ও স্বচ্ছ বিচার হলে তিনি অভিযোগকারীদের মুখোমুখি হতে ভয় পান না।“এ ধরনের অভিযোগ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যাচাই করতে হলে অন্তর্বর্তী সরকার চাইলে এটি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে পারে”—বলেন তিনি।

শেখ হাসিনা আরও বলেন,“আমার সরকারের মানবাধিকার ও উন্নয়ন সংক্রান্ত রেকর্ড নিয়ে আমি গর্বিত।”

ভারতে অবস্থানরত এই সাবেক প্রধানমন্ত্রী আগে থেকেই বিচারকে “প্রহসন” বলে দাবি করে আসছেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে