ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Sharenews24

শেখ হাসিনার রায়ে যা বললেন তার আইনজীবী

২০২৫ নভেম্বর ১৭ ১৬:২৩:০৩
শেখ হাসিনার রায়ে যা বললেন তার আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন মামলার রায়ের পর তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন,“এই রায়ে আমি ক্ষুব্ধ। আমার ভেতরে কষ্ট লালন করছি। আমার ক্লায়েন্টের সাজা হলো, অথচ কোনো আপিলের সুযোগ নেই—এজন্যই কষ্ট পাচ্ছি।”

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান।

এর আগে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন,“আমার ক্লায়েন্টরা যতক্ষণ পর্যন্ত ট্রাইব্যুনালে এসে আত্মসমর্পণ না করবেন বা গ্রেপ্তার না হবেন, ততক্ষণ পর্যন্ত আপিল বিভাগে যাওয়ার কোনো সুযোগ নেই।”

তিনি আরও জানান, রায়ের কপি দেয়ার ব্যাপারে ট্রাইব্যুনাল তাকে জানিয়ে দিয়েছে যে তার কাছে রায়ের কপি সরবরাহ করা হবে না।

আপিল প্রসঙ্গে তিনি বলেন,“শুধুমাত্র চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ক্ষেত্রে আপিলের সুযোগ আছে। শেখ হাসিনা ও কামাল পলাতক হওয়ায় তাদের কোনো সুযোগ নেই।”

ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সম্পর্কে তিনি মন্তব্য করেন,“আমার অনেক যুক্তি ট্রাইব্যুনাল বিবেচনা করেছে। তবে তাদের কাছে প্রসিকিউশনের যুক্তি আরও শক্তিশালী মনে হয়েছে বলেই এ রায় দেওয়া হয়েছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে