ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Sharenews24

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

২০২৫ নভেম্বর ১৭ ১৫:৪৯:০১
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি লেখা হবে, জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন,“আমরা শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবারও চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতের আচরণ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শত্রুতা ও নিন্দনীয় হিসেবে গণ্য হবে।”

তিনি আরও বলেন,“আজকের বিচার কার্য সম্পন্ন হলো। ইনশাল্লাহ, যতদিন আমরা আছি, বিচার কার্য পূর্ণ বেগে চলবে। সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই।”উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতের যেকোনো সরকারই এই বিচারের গুরুদায়িত্ব থেকে পিছু হটবে না।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ:ড. আসিফ নজরুল রায়ের দিনটিকে জুলাই গণ-অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন,“আজকের দিনে আমার বিশেষভাবে মনে পড়ছে যারা জুলাই আন্দোলনের সময় প্রাণ হারিয়েছিলেন। আজকের রায়ের মাধ্যমে তাদের বিদেহী আত্মা হয়ত সামান্য শান্তি পাবে, এবং শোক সন্তপ্ত পরিবাররা কিছুটা সান্ত্বনা পাবেন।”

তিনি আরও উল্লেখ করেন,“এই রায়ে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট, কিন্তু বিস্মিত নই। শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ এত জোরালো যে, পৃথিবীর যে কোনো আদালতেই সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে