ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার ভাষণে সালাহউদ্দিন আহমদের প্রতিক্রিয়া

২০২৫ নভেম্বর ১৩ ১৬:৩৬:৩৫
প্রধান উপদেষ্টার ভাষণে সালাহউদ্দিন আহমদের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করে বলেন,“প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিএনপির এই নেতা বলেন,“সংবিধান সংস্কার পরিষদ একটি নতুন ধারণা। জাতীয় ঐকমত্য কমিশনে বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জুলাই সনদের বাইরে গিয়ে সংবিধান সংস্কারের নতুন কাঠামোর কথা বলেছেন, যা উদ্বেগজনক।”

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার বিষয়ে যদি নতুন কোনো প্রস্তাব বা প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা থাকে, তবে তা জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে হতে হবে। “একতরফাভাবে এমন ঘোষণা দেওয়া জুলাই সনদের চেতনার সঙ্গে সাংঘর্ষিক,”—যোগ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে।

তিনি বলেন,“জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এতে কোনোভাবেই সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।”

প্রধান উপদেষ্টা জানান, গণভোটে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত চারটি মূল প্রস্তাব জনগণের সামনে উপস্থাপন করা হবে, যেগুলোর মধ্যে রয়েছে—

১️⃣ তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের নতুন কাঠামো

২️⃣ দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন

৩️⃣ নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি ও প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ

৪️⃣ বিচার বিভাগের স্বাধীনতা ও মৌলিক অধিকার সম্প্রসারণ

এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেন।এই আদেশের মাধ্যমেই সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো গণভোটে উপস্থাপনের পথ সুগম হলো।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে