ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Sharenews24

শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

২০২৫ নভেম্বর ১৩ ১৩:৫০:১০
শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: হিমালয় সংলগ্ন দেশের উত্তরের প্রবেশদ্বার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কয়েকদিন ধরে ১৬ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরপাক খাচ্ছে তাপমাত্রা। উত্তরের হিমেল বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় শীত অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগে বুধবার (১২ নভেম্বর) সকাল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

স্থানীয়রা জানিয়েছেন, এ অঞ্চলে সন্ধ্যা ও রাতের সময় সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। ভোরে সূর্য ওঠার পর তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। সকালের রোদে শীতের তীব্রতা কমে গেলেও বিকেল থেকে হিমেল হাওয়া বইতে শুরু করলে পুনরায় ঠান্ডা অনুভূত হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “তেঁতুলিয়া উপজেলার অবস্থান হিমালয় সংলগ্ন এলাকায় হওয়ায় অন্যান্য এলাকার তুলনায় শীতের প্রভাব আগে পড়ে। শুক্রবার ও আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।”

তিনি আরও জানান, চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শীতের প্রভাব ক্রমেই বাড়তে থাকবে।

গত কয়েক দিনের তাপমাত্রার রেকর্ড অনুযায়ী:

সোমবার: ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

মঙ্গলবার: ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

বুধবার: ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড়ে হিমেল হাওয়ার কারণে জেলার মানুষজন এখন সকাল ও রাতের সময় বিশেষভাবে শীত অনুভব করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে