ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Sharenews24

‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর’

২০২৫ নভেম্বর ১৩ ১১:০৮:৫৮
‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর’

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মশাল মিছিলে হঠাৎ এক যুবকের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় এনসিপির নেতাকর্মীরা ওই যুবককে ধাওয়া দেন, তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের চাষাড়া বাগে জান্নাত মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র ও অংশগ্রহণকারীদের বরাতে জানা গেছে, আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন কর্মসূচি’র প্রতিবাদে রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করে এনসিপি।

মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ এক বহিরাগত যুবক সামনে এসে উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

এতে মিছিলে থাকা এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা যুবকটিকে ধাওয়া দেন। তিনি দৌড়ে পালিয়ে যান। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন,“আমাদের মিছিলের পেছনে হঠাৎ এক অচেনা যুবক ‘জয় বাংলা’ বলে চিৎকার করে। তখন আমাদের কয়েকজন নারী সদস্য ভয় পেয়ে দৌড়ে এসে জানান। আমরা ছেলেটিকে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরে খোঁজ নিয়েও তাকে আর পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, ঘটনাটির পর পরিস্থিতি শান্ত হয় এবং মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।মিছিলটি শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয় স্তম্ভে গিয়ে সমাপ্ত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিবসহ দলীয় নেতাকর্মীরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে