ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
Sharenews24

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের গ্রুপিংয়ে অস্থির এনসিপি

২০২৫ নভেম্বর ১২ ১৯:০১:২১
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের গ্রুপিংয়ে অস্থির এনসিপি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সৃষ্ট অন্তর্দ্বন্দ্ব। দলের দুই ছাত্রনেতা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে কেন্দ্র করে এনসিপিতে দেখা দিয়েছে তীব্র বিভাজন। এই কোন্দল এখন ফেসবুক পোস্ট থেকে শুরু করে দলের উচ্চপর্যায়ের বৈঠক পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

আসিফ মাহমুদের পদত্যাগ ও নির্বাচন ভাবনা

এনসিপি’র উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি এবার ঢাকা থেকে নির্বাচন করার পরিকল্পনা করছেন এবং নিজের ভোটও ঢাকায় নিয়ে আসছেন, যাতে ভোট অপচয় না হয়। সরকার থেকে পদত্যাগ করে দলীয় পদ নিশ্চিত করার পর তিনি নির্বাচন করতে চান। তার এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। তিনি কোন ভূমিকায় ফিরবেন, তা নিয়ে চলছে আলোচনা।

দলের ভেতর বিভাজন ও নেতৃত্বের টানাপোড়েন

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের নেতৃত্বে এনসিপিতে শুরু থেকেই দুই গ্রুপ সক্রিয় ছিল। তবে নির্বাচনের আগে মুখ্য সমন্বয়কের পদ নিয়ে এই টানাপোড়েন আরও বৃদ্ধি পায়। আসিফ মাহমুদ ওই পদের দাবিদার হলেও, তা ইতিমধ্যে দলের কর্মরত নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর হাতে ছিল। এনসিপি আসিফকে তার প্রত্যাশিত পদ দিতে রাজি না হওয়ায় আসিফ মাহমুদ ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেন।

এই পরিস্থিতিতে দলীয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম শুরু থেকেই এনসিপি'র মূল চালিকাশক্তি ছিলেন। তবে, তাদের মধ্যে নেতৃত্বের টানাপোড়েন এখন প্রকাশ্যে এসেছে।

আব্দুল কাদেরের অভিযোগ ও নাসিরুদ্দিন পাটোয়ারীর জবাব

আসিফ মাহমুদের ঘনিষ্ঠ আব্দুল কাদের ফেসবুকে অভিযোগ তুলেছেন যে, এনসিপি নাকি বিএনপির কাছে ২০টি আসনের জন্য ধরনা দিচ্ছে। এই অভিযোগ দলের ভেতরকার কোন্দলকে আরও উসকে দিয়েছে।

তবে, নাসিরুদ্দিন পাটোয়ারী এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন। তিনি আব্দুল কাদেরের নাম উল্লেখ না করে কটাক্ষ করে বলেন, "বন্ধু, তোমার লাল টকটকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।" এই মন্তব্য থেকে বোঝা যায়, এনসিপিতে আসন বণ্টন নিয়েও তীব্র মতবিরোধ চলছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসিফ মাহমুদকে ঘিরে এনসিপিতে সৃষ্ট এই দ্বন্দ্ব দলের ভেতরের গৃহদাহ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই দাহে দলের ঐক্য ও ভবিষ্যৎ উভয়ই পুড়ছে। আসিফ মাহমুদ পুনরুজ্জীবিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থগিত কমিটি, যা দলের মূল কাঠামো থেকে তার ক্রমবর্ধমান দূরত্বের ইঙ্গিত দেয়।

সব মিলিয়ে, আসিফ ও এনসিপি’র মধ্যে দূরত্ব বাড়ছে। এনসিপি নেতারা মনে করছেন, আসিফ গণঅভ্যুত্থানের শক্তিগুলোর সঙ্গে বিশ্বাস ভঙ্গ করছেন। এ পরিস্থিতিতে রাজনৈতিক পর্যবেক্ষকরা এনসিপি'র ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে