ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
Sharenews24

নতুন পে-স্কেল নিয়ে ব্রেকিং আপডেট দিলেন অর্থ উপদেষ্টা

২০২৫ নভেম্বর ১২ ১৫:৫৫:৩৬
নতুন পে-স্কেল নিয়ে ব্রেকিং আপডেট দিলেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে-স্কেল নিয়ে আলোচনা তুঙ্গে। এ বিষয়ে আরও স্পষ্টতা দিতে বুধবার (১২ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন।

ড. সালেহউদ্দিন জানান, নতুন পে কমিশন গঠনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে কমিশন প্রস্তাব দেবে। “বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, এবং পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।”

পরবর্তী সরকার নতুন পে-স্কেল দিবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন,“গত ৮ বছরে এ বিষয়ে কিছু হয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি। বাজেট ও অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনায় নিতে হবে। পরবর্তী সরকার যদি কমিশন দেয় না কেন, এটা যৌক্তিক।”

রমজান শুরু হওয়ার আগে তেল ও চিনি আমদানি নিশ্চিত করা হবে।নির্বাচন নিরাপত্তা: ৪০ হাজার ‘বডি অন ক্যামেরা’ কেনার বিষয়ে আলোচনা চলছে; পরবর্তী কমিটিতে সিদ্ধান্ত হবে।

বন্দরে আটকে থাকা পুরোনো গাড়ি: স্ক্র্যাপ করে বিক্রি করার প্রস্তাব দিয়েছেন, কারণ পরিবেশের জন্য বিক্রি করা ক্ষতিকর হতে পারে।ড. সালেহউদ্দিন জানান, সংশোধিত বাজেটের আকার কমানো হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে