ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

পুতিন কি অসুস্থ? ভাইরাল ভিডিও নিয়ে হইচই

২০২৫ নভেম্বর ১১ ১৭:১৮:২২
পুতিন কি অসুস্থ? ভাইরাল ভিডিও নিয়ে হইচই

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে।ভিডিওতে দেখা যায়, ৭৩ বছর বয়সী পুতিনের হাত অস্বাভাবিকভাবে ফোলা ও কুঁচকে আছে, শিরাগুলো স্পষ্টভাবে বেরিয়ে রয়েছে।

এই ভিডিও প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে জল্পনা—“পুতিন কি অসুস্থ?”

ভিডিওটি ধারণ করা হয় গত সপ্তাহে, যখন পুতিন রাশিয়ার তরুণ সংগঠন “হেলদি ফাদারল্যান্ড”-এর ২২ বছর বয়সী প্রধান ইয়েকাতেরিনা লেশ্চিনস্কায়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

দৃশ্যটি ভাইরাল হওয়ার পরই কেউ কেউ দাবি করেন—পুতিন হয়তো স্নায়ুজনিত সমস্যা বা রক্ত সঞ্চালনের জটিলতায় ভুগছেন।

অন্যদিকে, অনেকে তার হাতের কাঁপুনি ও অস্বস্তি দেখে অনুমান করছেন, এটি পারকিনসন’স রোগের ইঙ্গিত হতে পারে।

ইউক্রেনের সাবেক উপদেষ্টা অ্যান্টন গেরাশচেঙ্কো এক্স (সাবেক টুইটার)-এ ভিডিওটি শেয়ার করে লেখেন,“পুতিনের হাতে আসলে কী ঘটছে?”তার পোস্টের পর মুহূর্তেই ভিডিওটি লাখ লাখবার দেখা হয়, মন্তব্যে ছড়িয়ে পড়ে নানান অনুমান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের হাতের পেছনে কালো দাগ দেখা গিয়েছিল।তখনও শোনা গিয়েছিল তার ক্যানসার বা রক্তচাপজনিত সমস্যার গুজব।তবে ক্রেমলিন সে সময়ের মতো এবারও নীরব রয়েছে।

সরকারি মুখপাত্ররা আগেও এমন খবরকে “ভিত্তিহীন ও কল্পিত প্রচারণা” বলে উড়িয়ে দিয়েছিলেন।

সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতের দাগ নিয়েও অনলাইনে আলোচনা হয়েছিল।তখন হোয়াইট হাউস জানিয়েছিল, ঘন ঘন হাত মেলানো ও অ্যাসপিরিন খাওয়ার কারণে দাগ পড়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে