ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Sharenews24

ড্যাফোডিল কম্পিউটার্সের পুনরায় শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত

২০২৫ নভেম্বর ১০ ২০:৫০:৩৫
ড্যাফোডিল কম্পিউটার্সের পুনরায় শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি আবারও নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির সূত্র অনুসারে, পরিচালনা পর্ষদের সভায় ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য পাঁচ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সহজ কথায়, এই শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ঋণের অর্থ শেয়ারে রূপান্তর করে ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করতে চায়।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অনুমোদন সাপেক্ষে শেয়ার ইস্যুর এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে তার আগে কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া প্রয়োজন হবে। এই লক্ষ্যে কোম্পানিটি আগামী ২৯ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে এবং এর জন্য ২ ডিসেম্বরকে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ঋণকে শেয়ারে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি। গত বছরের ৩ ডিসেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভায় অভিহিত মূল্য ১০ টাকা দরে ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সময় কোম্পানির শেয়ারহোল্ডাররা সম্মতি দিলেও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানির প্রস্তাবটি নাকচ করে দিয়েছিল।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে