ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Sharenews24

৫ ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য সুখবর

২০২৫ নভেম্বর ১০ ১৮:১৯:০২
৫ ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।

সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন,“যদি ছোট ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা সরকারের কাছে আবেদন করেন, তাহলে সরকারের সামর্থ্যের মধ্যে তাদের পরিস্থিতি বিবেচনা করা হতে পারে।”

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, শেয়ারবাজারের মাধ্যমে এসব ব্যাংকে বিনিয়োগ করা ছোট বিনিয়োগকারীদের উদ্বেগ সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

তার ভাষায়,“মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত গ্রহণকারীরা বিষয়টি বিবেচনা করতে পারেন। এটি প্রচলিত হিসাববিধির সীমার বাইরে গিয়ে একটি সহানুভূতিপূর্ণ পদক্ষেপ হতে পারে।”

আরিফ হোসেন খান আরও বলেন, পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠার জটিল ও বহুস্তরীয় নিয়ন্ত্রক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি জানান,“সরকার মার্চ মাসে এই পাঁচ ব্যাংককে একীভূত করে একটি ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠায়, যা বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে।”

মুখপাত্র আরও ব্যাখ্যা করেন, নতুন ব্যাংকটি কেবল আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কার্যক্রম শুরু করবে।তিনি বলেন,“প্রথমে সরকার আবেদনকারী হিসেবে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্ম নিবন্ধক (আরজেএসসি)-এর কাছে আবেদন করবে নতুন কোম্পানি গঠনের জন্য। এতে পরিচালনা পর্ষদ ও শেয়ার কাঠামোর বিস্তারিত তথ্য থাকতে হবে।”

আরজেএসসি অনুমোদন পাওয়ার পর নতুন প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংক কোম্পানি হিসেবে স্বীকৃতি পাওয়ার আবেদন করতে হবে।প্রয়োজনীয় সব অনুমোদন সম্পন্ন হলেই নতুন ব্যাংকটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানান মুখপাত্র।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে