ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের জন্য কড়া বার্তা ডিএমপির

২০২৫ নভেম্বর ১০ ১৮:১৪:৫২
নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের জন্য কড়া বার্তা ডিএমপির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়, সম্প্রতি উদ্বেগজনকভাবে দেখা যাচ্ছে— দায়িত্ব পালনের সময় অনেক পুলিশ সদস্য মোবাইল ব্যবহার করছেন। এতে তাদের সতর্ক নজরদারি ব্যাহত হচ্ছে এবং দায়িত্ব পালনে ঘাটতি দেখা দিচ্ছে। ফলে পুলিশ সদস্যরা দৃশ্যমান থাকলেও জননিরাপত্তা কার্যক্রমে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছেন না।

এ অবস্থায়, ডিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন— দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

আদেশে আরও বলা হয়, এ নির্দেশ অমান্য করা হলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি সূত্র জানায়, নির্বাচনী পরিবেশে মাঠপর্যায়ের সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও মনোযোগ ধরে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে