ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Sharenews24

খাদ্য খাতের ৩ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

২০২৫ নভেম্বর ১০ ১৮:১২:২৯
খাদ্য খাতের ৩ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক:শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি কোম্পানির মধ্যে ৩টিতে অক্টোবর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, ১০টিতে কমেছে এবং ২টিতে অপরিবর্তিত রয়েছে। এছাড়া ৬টি কোম্পানির তথ্য এখনও আপডেট করা হয়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার।

ফু ওয়াং ফুড

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১১ কোটি ৮ লাখ ৩৯ হাজার ২৮৪টি এবং পরিশোধিত মূলধন ১১০ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল সর্বোচ্চ ৭.৭৯ শতাংশ, যা অক্টোবর মাসে ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭.৮৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৭.৮৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮৪.৩১ শতাংশ শেয়ার।

গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২১ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৬২১টি এবং পরিশোধিত মূলধন ২১৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল সর্বোচ্চ ৩৭.৩৭ শতাংশ, যা অক্টোবর মাসে ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭.৫৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.৪২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.৩১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১.৭৪ শতাংশ শেয়ার।

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৩১৮টি এবং পরিশোধিত মূলধন ১৯ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল সর্বোচ্চ ২.৪৩ শতাংশ, যা অক্টোবর মাসে ০০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.৫৮ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৯২.৮০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩.৫০ শতাংশ।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে