ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত

২০২৫ নভেম্বর ০৬ ১১:৪৭:০১
শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একীভূতের প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে।

ডিএসই বৃহস্পতিবার (৬ নভেম্বর) নোটিশ জারি করে জানিয়েছে যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

ডিএসই জানিয়েছে, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে এই ব্যাংকগুলোকে অ-কার্যকর হিসাবে ঘোষণা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদও ভেঙে দিয়েছে।

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে। ফলে শেয়ারের মূল্য জিরো হিসেবে গণ্য হবে এবং কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে