ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

তিনবার কবুল না বললে কি বিবাহ সহীহ হবে না?

২০২৫ নভেম্বর ০৫ ১৮:১৭:২৪
তিনবার কবুল না বললে কি বিবাহ সহীহ হবে না?

নিজস্ব প্রতিবেদক: বিয়ে মানুষকে শালীন, পবিত্র ও পরিপূর্ণ জীবনযাপনের পথে নিয়ে যায়। ইসলামে বিয়াকে গুরুত্বপূর্ণ ও বরকতময় ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। প্রাপ্তবয়স্ক ও বিয়ের সামর্থ্য রাখার জন্য দেরি না করে বিয়ে করা ইমানি দায়িত্ব।

নবী করিম (সা.) বলেছেন,"যার বিয়ের সামর্থ্য আছে, সে বিয়ে করুক; কারণ বিয়ে চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যার সামর্থ্য নেই, সে রোজা রাখুক, কারণ রোজা যৌবনের খায়েশ কমিয়ে দেয়।"(বোখারি: ৫০৬৫, মুসলিম: ১৪০০)

এর থেকে বোঝা যায়, বিয়ে করার জন্য কোনো নির্দিষ্ট সময় বা তারিখ বাধ্যতামূলক নয়। বরং সামর্থ্য হলে দেরি না করে বিয়ে করাই উত্তম।

বর্তমান সময়ে ভালো পাত্র বা পাত্রী নির্বাচন করা কিছুটা জটিল কাজ। তাই বিয়ের আগে পাত্রী বা পাত্রকে ভালোভাবে দেখা নবীজির (সা.) সুন্নত। যেমন:"যখন কেউ কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, তখন সম্ভব হলে তার এমন কিছু বৈশিষ্ট্য দেখুক, যা তাকে বিয়েতে আগ্রহী করে তোলে।" (আবু দাউদ: ২০৮২)

অন্য একটি হাদিসে মুগিরা বিন শোবা (রা.) বলেন,"আমি এক নারীকে বিয়ের প্রস্তাব দিলাম। তখন রাসুলুল্লাহ (সা.) আমাকে জিজ্ঞেস করলেন, 'তুমি কি তাকে দেখেছ?' আমি বললাম, 'না।' তিনি বললেন, 'তাকে দেখে নাও।'"(তিরমিজি: ১০৮৭)

এখন প্রশ্ন হলো: অনেক এলাকায় বিয়ের প্রথা অনুযায়ী, পাত্রকে তিনবার ‘কবুল’ বলতে হয়। অনেকেই মনে করেন, তিনবার না বললে বিয়ে শুদ্ধ হবে না।

কিন্তু ইসলামি শরিয়তে এ ধরনের নিয়মের কোনো ভিত্তি নেই। দেশের জনপ্রিয় ইসলামি গবেষণা পত্রিকা মাসিক আল কাউসার উল্লেখ করেছে, এটি শুধু মনগড়া রসম। ফাতাওয়ায়ে শামি ও ফাতাওয়ায়ে আলমগিরি অনুযায়ী, ইজাবের পর একবার ‘কবুল’ বললেই বিবাহ সম্পন্ন হয়।

অতএব, বিয়ের বৈধতার জন্য তিনবার কবুল বাধ্যতামূলক নয়, একবার বলা যথেষ্ট।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে