ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ‘আনলকিং’ রহস্য উন্মোচন!

২০২৫ নভেম্বর ০৫ ১২:৫৮:২০
ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ‘আনলকিং’ রহস্য উন্মোচন!

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে তিনি অনলাইন ও আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ চালিয়ে আসছেন।

ঢাকা সরকার অভিযোগ করেছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন। এর পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনার বক্তব্য ‘ব্যক্তিগত’ এবং ভারতের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই।

এই বিতর্কে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগও হয়েছে। বাংলাদেশের দাবি, ভারতের কাছে থাকা শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে বিচারকের সামনে হাজির করা উচিত। কিন্তু ভারতের পক্ষ দাবি করছে, তিনি রাজনৈতিক বন্দি নন এবং তার ওপর আরোপিত কিছু সীমাবদ্ধতা ধীরে ধীরে শিথিল করা হচ্ছে।

শেখ হাসিনা সম্প্রতি তিনটি আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন। ভারতের অনুমোদন ব্যতীত এসব সম্ভব হয়নি বলে বিশ্লেষকরা মনে করেন। এমনকি কয়েক মাস আগে তিনি ভারতের পলাতক আওয়ামী লীগ নেতাদের সশরীরে সাক্ষাৎ করেছেন।

বিশ্লেষকরা মনে করেন, ভারতে শেখ হাসিনাকে ধাপে ধাপে ‘আনলক’ করার মাধ্যমে কয়েকটি লক্ষ্য সাধিত হচ্ছে:

আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা – দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে দলের উপস্থিতি নিশ্চিত করা।

বাংলাদেশে বার্তা প্রেরণ – দলীয় নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি এবং সরকারের প্রতিক্রিয়া পরখ করা।

ভারতের স্বার্থ – কিছু প্রকাশ্য বা আনুষ্ঠানিকভাবে বলার অসমর্থ বিষয় শেখ হাসিনার মাধ্যমে জানানো।

লন্ডনভিত্তিক বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার উল্লেখ করেছেন, শেখ হাসিনার প্রথম দিন থেকে ভারতীয় নিরাপত্তা ব্যবস্থা তাকে কঠোর নিয়ন্ত্রণে রেখেছিল, যা ধীরে ধীরে শিথিল হচ্ছে। এটি কোভিড লকডাউনের ধাপে ধাপে শিথিল করার মতোই।

বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচনের আগে ভিডিও সাক্ষাৎকার বা আরও প্রকাশ্য কার্যক্রমেও তাকে দেখা যেতে পারে। তবে ভারতের পক্ষ কতদূর এগোবে, তা এখনও নির্ভর করছে বিভিন্ন কূটনৈতিক ও নিরাপত্তা ফ্যাক্টরের ওপর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে