ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

‘বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে, পতন এনসিপির হাতে’

২০২৫ নভেম্বর ০৫ ০৭:৪৮:৫৩
‘বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে, পতন এনসিপির হাতে’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি নিজের ক্ষতি করে হলেও দেশের জনগণের ক্ষতি করতে চায়। তাদের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। লন্ডন চুক্তি অনুযায়ী দলটি ক্ষমতায় গেলে এনসিপির হাতে তাদের পতন হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে রাজধানীর বাংলামটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি কেবল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজরা ছিল। শেখ হাসিনার অপরাধে বিএনপির অপরাধ ঢাকা পড়ে গেছে। এবার দলটির প্রার্থী তালিকায় জুলাই সনদের প্রয়োজন নেই বলা লোকও রয়েছেন, যা হতাশাজনক।

তিনি বলেন, সংস্কার বাস্তবায়নে বিএনপি যদি আন্তরিকভাবে এগিয়ে আসে, তবে এনসিপি তাদের সুযোগ দিতে রাজি আছে।

আরপিও সংশোধনী অধ্যাদেশের প্রসঙ্গ টেনে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, অন্তর্বর্তী সরকার প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে। এখন আর প্রতীক বিক্রির সুযোগ নেই।

জামায়াত ইসলামী বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, দলের নাম পরিবর্তনের পরামর্শ আমরা আগেই দিয়েছিলাম। নিজ দলের মনোনয়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ থাকলে তাদের মনোনয়ন দেওয়া হবে না।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে