ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

ডিএসই পর্ষদে দুই পদ শূন্য, ভোট ১৫ ডিসেম্বর

২০২৫ নভেম্বর ০৫ ০০:২৩:৩৮
ডিএসই পর্ষদে দুই পদ শূন্য, ভোট ১৫ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের দুটি গুরুত্বপূর্ণ পদ আগামী মাসে শূন্য হতে যাচ্ছে। এই শূন্য পদ দুটি পূরণের জন্য ডিএসই কর্তৃপক্ষ আগামী ১৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রমতে, যাদের মেয়াদ শেষ হতে চলেছে তারা হলেন— শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী এবং জাহান সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান। তারা দুজনই ব্রোকার হাউস মালিকদের প্রতিনিধিত্বকারী নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ডিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচিত নতুন পরিচালকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং ওই সভাতেই বিদায়ী পরিচালকরা দায়িত্ব হস্তান্তর করবেন।

এই নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি কমিশন গঠন করেছে ডিএসই। এই কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিচারপতি মো. আবদুস সামাদ। সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম ও ড. মো. জহিরুল ইসলাম, যারা শেয়ারহোল্ডারদের প্রতিনিধিত্ব করছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে ডিএসই টাওয়ার থেকে ২৫ টাকার বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর।

মনোনয়ন সংক্রান্ত বা ভোটার তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হলে, তিনি দুই দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। সকল প্রক্রিয়া শেষে আগামী ৩ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে