ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

২৪ ঘণ্টা না যেতেই স্থগিত এক প্রার্থীর নাম—কারণ জানাল বিএনপি

২০২৫ নভেম্বর ০৪ ১৯:৫৫:২৫
২৪ ঘণ্টা না যেতেই স্থগিত এক প্রার্থীর নাম—কারণ জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করার একদিন পরই মাদারীপুর-১ (শিবচর) আসনে দলীয় প্রার্থী কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করেছে বিএনপি।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, “অনিবার্য কারণে” ওই আসনে প্রার্থিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। সে সময় কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয়। কিন্তু পরে অনিবার্য কারণে তার প্রার্থিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় দলটি।

এর আগে একই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন,“এই প্রার্থীরা এখনো চূড়ান্ত নন, তবে উপযুক্ত (অ্যাপ্রোপ্রিয়েট)। প্রয়োজনে যে কোনো সময় পরিবর্তন হতে পারে।”

তিনি আরও বলেন,“এখন যেটা আমরা ঘোষণা করেছি, সেটা সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের স্থায়ী কমিটি প্রয়োজনে যে কোনো সময় এতে পরিবর্তন আনতে পারে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে