ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫
Sharenews24

রয়টার্সের ৩টি বড় ভুল ফাঁস করলেন উপ-প্রেস সচিব

২০২৫ নভেম্বর ০১ ১৫:১২:৩২
রয়টার্সের ৩টি বড় ভুল ফাঁস করলেন উপ-প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের অতীতের সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। বিশেষ করে বাংলাদেশ সম্পর্কিত তাদের একাধিক প্রতিবেদনে ভুল, পক্ষপাত ও উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি দাবি করেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন আজাদ মজুমদার।

তিনি লেখেন,“আমি রয়টার্সের সঙ্গে সাত বছর কাজ করেছি এবং এর সম্পাদকীয় শৈলী ও পেশাদার নীতির সঙ্গে ভালোভাবে পরিচিত। অত্যন্ত দুঃখজনক যে, সংস্থাটি তাদের সাংবাদিকদের জন্য যে উচ্চ মান নির্ধারণ করেছিল, তা থেকে বিচ্যুত হয়েছে— বিশেষ করে বাংলাদেশের কভারেজে এই প্রবণতা ক্রমবর্ধমানভাবে প্রকট হয়ে উঠছে।”

আজাদ মজুমদার তার পোস্টে গত দেড় বছরে রয়টার্সের অন্তত তিনটি গুরুতর ভুলের কথা উল্লেখ করেন।

১. জাল উদ্ধৃতি প্রকাশ — এক আইনজীবী নিহত হওয়ার ঘটনায় রয়টার্স ভুলভাবে দাবি করে যে তিনি একজন আটক প্রাক্তন ইস্কন নেতার আইনজীবী ছিলেন।

২. অপ্রাসঙ্গিক ভিডিও ক্লিপ ব্যবহার — একই প্রতিবেদনে এমন একটি ভিডিও ব্যবহার করা হয় যার সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক ছিল না।

আজাদ জানান, “রয়টার্স পরে ভুল স্বীকার করে প্রতিবেদন সংশোধন ও ভিডিও প্রত্যাহার করে নেয়, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্যে কখনো ক্ষমা চায়নি।”

৩. ভুল তথ্য প্রচার — প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মালয়েশিয়া সফর নিয়ে রয়টার্স প্রথমে জানায়, মালয়েশিয়া ও বাংলাদেশ মিয়ানমারে যৌথ শান্তি মিশন পাঠাতে সম্মত হয়েছে।

আজাদ মজুমদারের দাবি, “এটা সম্পূর্ণ মিথ্যা ছিল। বাংলাদেশ কখনো এমন কোনো প্রস্তাবে সম্মতি দেয়নি; বিষয়টি শুধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তুলেছিলেন।”

তিনি আরও বলেন, “আমরা রয়টার্স সম্পাদকদের বিষয়টি জানালে তারা কোনো প্রকাশ্য ব্যাখ্যা বা ক্ষমা না চেয়ে চুপিচুপি গল্পটি সংশোধন করে।”

উপ-প্রেস সচিবের মতে, এই ধরনের বারবার ভুল প্রমাণ করে যে “রয়টার্স এখন আর সাংবাদিকতার আদর্শ বহন করছে না।” তিনি যোগ করেন,“রয়টার্সের যেকোনো প্রতিবেদন— বিশেষ করে যেগুলো শুধুমাত্র ইমেল আদানপ্রদানের ভিত্তিতে এবং বাস্তবসম্মত ছবি ছাড়া প্রকাশিত— সেগুলো সন্দেহের চোখে দেখা উচিত।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে