ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড বাতিলের ঝড়, বিপাকে বাংলাদেশিরা

২০২৫ অক্টোবর ৩১ ০৮:৫৮:০৪
যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড বাতিলের ঝড়, বিপাকে বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা তথ্যের ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় বা অন্য কোনো কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) একটি অভিযান শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪৫,০০০ গ্রিন কার্ডের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্টদের নিকটস্থ ইমিগ্রেশন অফিসে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। এই অভিযানের আওতায় কমপক্ষে ২,০০০ বাংলাদেশিও রয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ইউএসসিআইএস (ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস) এর মুখপাত্র ম্যাথিউ ট্র্যাগেসার জানিয়েছেন, যারা অভিবাসন ব্যবস্থাকে মিথ্যা তথ্য দিয়ে অপব্যবহার করেছেন, তাদের চিহ্নিত ও বহিষ্কারের লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে। তিনি আরও উল্লেখ করেছেন যে, যারা অসৎ উদ্দেশ্যে তথ্য বিকৃত করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বর্তমানে গ্রিন কার্ডধারীদের ব্যাকগ্রাউন্ড যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে, বিশেষ করে যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের তথ্য নতুন করে যাচাই করা হচ্ছে। সাধারণত, গ্রিন কার্ড পাওয়ার পাঁচ বছর পর নাগরিকত্বের আবেদন করা যায়। সেই আবেদন দাখিলের সময় অতীতের নানা তথ্য পুনরায় জমা দিতে হয় এবং এই নতুন করে যাচাইয়ের মাধ্যমেই মিথ্যা তথ্য ধরা পড়ছে।

আমেরিকান সুপ্রিম কোর্টের লাইসেন্সপ্রাপ্ত প্রথম বাংলাদেশি আমেরিকান আইনজীবী, অ্যাটর্নি মঈন চৌধুরী, জানিয়েছেন যে ইউএসসিআইএস বর্তমানে বিশেষভাবে খতিয়ে দেখছে, বাংলাদেশে রাজনৈতিক নির্যাতনের অভিযোগ দেখিয়ে যারা আশ্রয় নিয়েছিলেন, তাদের দাবি সত্য ছিল কিনা। তিনি আরও জানান, যারা রাজনৈতিক নির্যাতনের মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়েছেন, তাদের কার্ড এখন প্রত্যাহার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে এনটিএ (নোটিশ টু অ্যাপিয়ার) ইস্যু করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে।

মঈন চৌধুরীর বেশ কয়েকজন ক্লায়েন্ট ইতোমধ্যে এমন পরিস্থিতির মুখে পড়েছেন। তিনি পরামর্শ দিয়েছেন যে, যারা নোটিশ পেয়েছেন, তাদের দ্রুতই অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা উচিত। এনটিএ প্রাপ্তদের হাতে গ্রিন কার্ড থাকলেও সেটি কার্যকর থাকে না। কেউ এনটিএ হাতে নিয়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে বা বিদেশ সফরে থাকলে, ফেরার সময় বিমানবন্দরেই গ্রেপ্তার হয়ে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে