ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

সেনা সদস্যদের আত্মহত্যার ভায়বহ তথ্য ফাঁস

২০২৫ অক্টোবর ২৯ ১২:১৭:৩২
সেনা সদস্যদের আত্মহত্যার ভায়বহ তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলি সেনাদের মধ্যে উদ্বেগজনকভাবে আত্মহত্যার হার বেড়েছে। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত অন্তত ৫০ সেনা আত্মহত্যা করেছেন, এবং ২৭৯ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। এই তথ্য ইসরাইলি পার্লামেন্ট নেসেটের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে আত্মহত্যাকারীর ৭৮% ছিলেন যুদ্ধরত সেনা, যেখানে ২০১৭–২০২২ সালের মধ্যে এই হার ছিল মাত্র ৪২–৪৫ শতাংশ। বিশ্লেষকরা মনে করছেন, এই বৃদ্ধির প্রধান কারণ হলো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজার যুদ্ধক্ষেত্রে হাজার হাজার রিজার্ভ সৈন্যকে পুনরায় সক্রিয় করা।

প্রতিবেদনটি জানায়, তালিকায় শুধু সক্রিয় বা রিজার্ভ ডিউটিতে থাকা সেনাদের তথ্য অন্তর্ভুক্ত, অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনাদের ঘটনা এতে ধরা হয়নি। কিছু সেনাকে গোপনে সামরিক মর্যাদা ছাড়া দাফন করা হয়েছে, যাতে আত্মহত্যার প্রকৃত সংখ্যা ও কারণ প্রকাশ না হয়।

গাজার সংঘর্ষের ভয়াবহতা ও মানসিক চাপের প্রভাবের কারণে সেনাদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংকট তীব্র হচ্ছে। যদিও ইসরাইলি সেনাবাহিনী এই তথ্য গোপন রাখার চেষ্টা করছে, একের পর এক তথ্য ফাঁস হয়ে জনগণের কাছে সংকটের বাস্তবতা সামনে আসছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে