ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

শেখ হাসিনার মৃত্যু নিয়ে জানা গেল সত্যতা

২০২৫ অক্টোবর ২৯ ১০:২৩:২৪
শেখ হাসিনার মৃত্যু নিয়ে জানা গেল সত্যতা

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। একটি ছবিকে কেন্দ্র করে দাবি করা হয়, তিনি মারা গেছেন। তবে তথ্য যাচাইয়ে এসব দাবি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর প্রমাণিত হয়েছে।

একটি অচেনা নারীর ছবি ব্যবহার করে ফেসবুক ও এক্স (টুইটার)–এ দাবি করা হয়, সেটি শেখ হাসিনার মৃত্যুর পরের ছবি। পোস্টগুলোতে লেখা হয়—“আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইন্তেকাল করেছেন।” ছবিটি দ্রুত ভাইরাল হয় এবং হাজার হাজার শেয়ার ও মন্তব্য পায়।

তবে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ছবিটি আসলে ভারতের এক ৮২ বছর বয়সী নারী যাত্রীর, যিনি বিমানে ওঠার সময় হুইলচেয়ার না পাওয়ায় হেঁটে যাচ্ছিলেন। অর্থাৎ ছবিটির সঙ্গে শেখ হাসিনার কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্টচেক সংগঠন Rumor Scanner ও Fact-Watch–এর বিশ্লেষণে দেখা গেছে— “শেখ হাসিনা মারা গেছেন” এমন কোনো দাবির পক্ষে নির্ভরযোগ্য সূত্র নেই।

জুলাই ২০২৪ থেকে এমন ভুয়া পোস্ট প্রচারিত হলেও কোনো আন্তর্জাতিক বা দেশীয় গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়নি।

আওয়ামী লীগের অফিসিয়াল পেজ বা ওয়েবসাইটেও এমন কোনো শোকবার্তা নেই।ভুয়া স্ক্রিনশট ও ফটোকার্ড তৈরি করে প্রচার করা হয়েছে, যা কথিত সংবাদমাধ্যমের নাম ব্যবহার করেছে।

এছাড়া আওয়ামী লীগের নামে ওবায়দুল কাদেরের স্বাক্ষরযুক্ত ভুয়া শোকবার্তাও প্রচারিত হয়েছে, যা যাচাইয়ে সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

উক্ত ছবিটি ও সংশ্লিষ্ট দাবিগুলো ভিত্তিহীন ও গুজবনির্ভর। শেখ হাসিনার মৃত্যুর খবর মিথ্যা, এবং দলীয় বা সরকারি কোনো সূত্র থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট “ডিজিটাল গুজব” হিসেবে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। তাই কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে তার উৎস, প্রকাশের সময় ও নির্ভরযোগ্যতা যাচাই করা জরুরি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে