ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

বিএসসি’র বহরে নতুন জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ যুক্ত

২০২৫ অক্টোবর ২৭ ২১:১৫:২০
বিএসসি’র বহরে নতুন জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ যুক্ত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্টায়াত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর বহরে যুক্ত হলো আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন জাহাজ— ‘এমভি বাংলার প্রগতি’। সোমবার (২৭ অক্টোবর) চীনের জিংজিয়াং আন্তর্জাতিক বন্দর থেকে বাণিজ্যিক যাত্রার মাধ্যমে জাহাজটি আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রা শুরু করে। এটি বাংলাদেশের সমুদ্রপথে পরিবহন সক্ষমতা বৃদ্ধির এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন এই জাহাজটি ৬৩ হাজার ৫০০ টন পণ্য বহনে সক্ষম। দৈর্ঘ্যে ১৯৯ মিটার, প্রস্থে ৩৩ মিটার এবং গভীরতায় ১৮ মিটার—সম্পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ডে নির্মিত এই জাহাজ এখন বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়ে বিশ্ব সমুদ্রপথে বাণিজ্য করছে।

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, “এটি বিএসসির পাঁচ দশকের ইতিহাসে এক বড় অর্জন। ‘এমভি বাংলার প্রগতি’ সফলভাবে প্রথম বাণিজ্যিক যাত্রায় রওনা দিয়েছে।” তিনি আরও জানান, ৩৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে জাহাজটি বিএসসি নিজস্ব অর্থায়নে ক্রয় করেছে, যা সরকারি ও আন্তর্জাতিক পণ্য পরিবহন সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

সরকার আশা করছে, নতুন এই জাহাজ থেকে বছরে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আসবে। চীনের বন্দর থেকে জাহাজটি বুঝে নেওয়ার মাত্র চার দিনের মাথায় এটি হংকং-ভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, জাহাজটি প্রতিদিন ২০ হাজার ডলার (প্রায় ২৪ লাখ ৪০ হাজার টাকা) আয় করবে।

বিএসসি সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরে আরও একটি নতুন জাহাজ বহরে যুক্ত হবে, যেখান থেকেও সমপরিমাণ আয়ের প্রত্যাশা করা হচ্ছে। নতুন জাহাজ সংযোজনের ফলে বিএসসি’র বহরে জাহাজের সংখ্যা বেড়ে ছয়টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে তিনটি তেল পরিবহনকারী ট্যাংকার এবং দুটি সাধারণ পণ্যবাহী বাল্ক জাহাজ রয়েছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে