ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ফেরালেন বদলির আদেশ

২০২৫ অক্টোবর ১৫ ১৫:৩৩:১৫
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ফেরালেন বদলির আদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ (সুপারনিউমারি পুলিশ সুপার) এবং মো. জাহিদুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৪ অক্টোবর প্রাথমিকভাবে জারি হওয়া বদলির আদেশ বাতিল করে, জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এর আগে ওই দুই কর্মকর্তাকে দুদকে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি পূর্বক পদায়ন মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে এবং এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

এ ঘটনার মাধ্যমে পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি নিয়ে ওঠা প্রশ্নের জবাব মিলেছে এবং সংশ্লিষ্টদের নিয়োগ স্থগিত করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে