ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

কৌশলী বার্তায় জোবাইদা ও জাইমা নিয়ে যা বুঝালেন তারেক রহমান

২০২৫ অক্টোবর ০৬ ১৭:৩৬:০৮
কৌশলী বার্তায় জোবাইদা ও জাইমা নিয়ে যা বুঝালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশে ফিরতে চাওয়া, আসন্ন নির্বাচন এবং দলের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া, নিজের পরিবার থেকে রাজনীতিতে আসার বিষয়ে গুঞ্জন নিয়েও তিনি কথা বলেছেন।

বিবিসি বাংলা সোমবার (৬ অক্টোবর) সকালেই এই সাক্ষাৎকার প্রকাশ করে। আন্তর্জাতিক গণমাধ্যমটির বাংলা বিভাগের সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলের সাথে কথোপকথনে তারেক রহমান জানিয়েছেন, তিনি দ্রুতই দেশে ফিরবেন। সাক্ষাৎকারে আগামী নির্বাচনে বিএনপির কৌশল, দলের ভবিষ্যৎ নেতৃত্ব এবং বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন।

তারেক রহমান বলেন, “যদিও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পর দলের নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া, কিন্তু তার অসুস্থতার কারণে বর্তমানে দলের সাংগঠনিক প্রধান আমি।”

তিনি আরও জানান, দলের ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি পরিবারের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে বলেন, “রাজনীতি পরিবারকরণ হয় না, এটি সমর্থনের ভিত্তিতে। যিনি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবেন, তিনি নেতৃত্ব দিবেন। সময় ও পরিস্থিতি বিষয়গুলোই সিদ্ধান্ত দেবে।”

তারেক রহমান ব্যক্তিগতভাবে তার ওপর হওয়া শারীরিক নির্যাতন, মিথ্যা মামলা, জেল জুলুমের কথা উল্লেখ করে বলেন, “আমি প্রত্যেক ধরনের প্রতিকূলতা পার করেছি। তাই আমি বলতে চাই, রাজনীতিতে পারদর্শিতা এবং নেতৃত্ব দক্ষতার বিষয়।”

তিনি স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের রাজনীতিতে আগ্রহ নিয়ে প্রশ্নের জবাবে বলেন, “এ ব্যাপারে সময় ও পরিস্থিতিই সিদ্ধান্ত দেবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে