ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

‘এক সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে’

২০২৫ অক্টোবর ০৬ ১৭:০৮:৪০
‘এক সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন চলতি সপ্তাহেই জমা দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন:“এটা গতকালই বলে দিয়েছি। খুব শিগগিরই, এ সপ্তাহের মধ্যেই অনেকগুলো ঘটনার বিষয়ে অগ্রগতি দেখতে পাবেন। আজ আমরা বিস্তারিত কিছু বলছি না।”

বিচারের গতি নিয়ে আশাবাদ

বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলাদের উদ্দেশে তিনি বলেন:“তদন্তের জন্য যে সময় প্রয়োজন, তা পার হয়েছে। এখন একের পর এক ফরমাল চার্জ দাখিল করা হচ্ছে। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং অনেকগুলো মামলাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতির প্রত্যাশা অনুযায়ী মানবতাবিরোধী অপরাধীদের বিচার সঠিক পথেই এগোচ্ছে। আশা করছি, প্রত্যাশিত সময়ের মধ্যেই বিচার কাজ শেষ হবে।”

শেখ হাসিনার নাম প্রসঙ্গে

প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ প্রসঙ্গে এক প্রশ্নে তিনি সংক্ষিপ্তভাবে বলেন:“বাকিটুকু সময়মতো দেখতে পাবেন।”

ওবায়দুল কাদেরের মামলার প্রসঙ্গ

সাবেক আওয়ামী নেতা ওবায়দুল কাদেরের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন:“সব কিছু একসঙ্গে হবে না। ধাপে ধাপে এগোবে। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ দায়মুক্তি পাবেন না, কেউ পালিয়ে বাঁচতে পারবেন না। ন্যায়বিচার তার নিজ গতিতেই চলবে।”

গুমের মামলার অবস্থা

গুমের মামলাগুলো নিয়ে জানতে চাইলে তিনি বলেন:“এই মামলাগুলো জটিল। সব তদন্ত শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার রিপোর্ট এ সপ্তাহেই জমা দেওয়া হবে। তদন্তে খুঁটিনাটি বিষয় যাচাই-বাছাই চলছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে