ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

জামায়াতের বিষয়ে যা বললেন তারেক রহমান

২০২৫ অক্টোবর ০৬ ১১:৩৯:১০
জামায়াতের বিষয়ে যা বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রচলিত আইন অনুযায়ী কেউ রাজনীতি করলে, তাতে বিএনপির কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি সবসময় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, এবং আইন অনুযায়ী যার রাজনৈতিক অধিকার আছে, সে রাজনীতি করতেই পারে।

স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দলীয় ভেতরে ও বাইরে যে আলোচনা রয়েছে, সে প্রসঙ্গে তারেক রহমান বলেন,“যারা ১৯৭১ সালে বিতর্কিত ভূমিকা রেখেছে, তার দায় তাদেরই নিতে হবে। আমি আমার দায়িত্বের জবাব দিতে পারি, অন্য কারও পক্ষে নয়।”

তিনি বলেন,“যেভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে গুম, খুন, লুটপাটে যুক্তরা জবাবদিহির মুখে পড়েছে, তেমনি অতীতের বিতর্কিত রাজনৈতিক শক্তিগুলোকেও নিজেদের ভূমিকায় জবাবদিহি করতে হবে।”

তারেক রহমান বলেন,“একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিকভাবে আমার ইচ্ছা থাকবে—যখন একটি জনগণের প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হবে, আমি যেন জনগণের মাঝেই থাকতে পারি।”

বহুল আলোচিত জুলাই-আগস্টের গণআন্দোলন প্রসঙ্গে তারেক রহমান বলেন,“আমি নিজেকে কখনোই এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনের প্রকৃত নায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।”

তিনি জানান, আন্দোলনে সব শ্রেণি-পেশার মানুষ, এমনকি মাদ্রাসাছাত্র, গৃহিণী, কৃষক, শ্রমিক, সিএনজি চালক, গার্মেন্টস কর্মী ও প্রবাসী সাংবাদিকরাও অংশ নিয়েছেন।

তার ভাষায়,“এই আন্দোলনে কেউ ছোট, কেউ বড় নয়। দলমত নির্বিশেষে, সমাজের প্রতিটি অংশের মানুষ এ আন্দোলনে ভূমিকা রেখেছেন — এটিই ছিল প্রকৃত অর্থে জনগণের গণআন্দোলন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে