ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

বিএনপির মনোনয়ন নিয়ে বার্তা দিলেন তারেক রহমান

২০২৫ অক্টোবর ০৬ ১১:১২:৪৬
বিএনপির মনোনয়ন নিয়ে বার্তা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন হলে প্রতিযোগিতা স্বাভাবিক এবং এতে উদ্বেগের কিছু নেই। সোমবার (তারিখ না উল্লেখ) বিবিসি বাংলার একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি আগে কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সবসময়ই প্রতিযোগিতামূলকভাবে অংশ নেওয়া হয়েছে।

তারেক রহমান বলেন, মনোনয়ন প্রক্রিয়া নিয়ে যে অভিযোগগুলো আসে — পেশি শক্তির প্রভাব, টাকার প্রভাব, কিংবা পারিবারিক বিবেচনা — বিএনপি কখনোই এসব বিবেচনায় নির্ধারন নেয়নি। তিনি জানান, দলের মনোনয়ন কৌশলের প্রধান ভিত্তি হবে সেই ব্যক্তি স্থানীয় জনজীবন ও সমস্যা সম্পর্কে সচেতন এবং এলাকার মানুষের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

“আমরা এমন কাউকে মনোনয়ন দেব যিনি ওই এলাকার বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন — তরুণ, নারী, মুরুব্বি, ছাত্র-ছাত্রী সবার সঙ্গে। যার প্রতি জনগণের সমর্থন আছে এবং যিনি সেটা ধরে রাখতে পারবেন।”

তাঁর ব্যাখ্যা অনুযায়ী, তৃণমূলের মতামত নেয়া স্বাভাবিক একটি গণতান্ত্রিক পদ্ধতি; কোনো এলাকায় নানা মত থাকতে পারে — কিছু সংখ্যক ব্যক্তি একভাবে, কিছু অন্যভাবে ভাবতে পারেন। কার্যত তারা মেজরিটি বা অধিকাংশের মতকে গুরুত্ব দেবেন:

“আমরা দলের নেতৃত্বের জন্য কাউকে নির্বাচন করছি না; আমরা নির্বাচন করছি এমন একজনকে যিনি কেবল দলের নয়, বরং ওই এলাকার সাধারণ মানুষেরও সমর্থন পাবেন।”

সংক্ষিপ্তভাবে, তারেক রহমান বললেন—মনোনয়ন নির্ধারণে দলীয় অনুকূলতা নয়, লোকাল প্রাসঙ্গিকতা, জনসমর্থন ও সমস্যাজ্ঞান হবে প্রধান মানদণ্ড।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে