ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

রংপুর বাসীদের জন্য দুঃসংবাদ 

২০২৫ অক্টোবর ০৬ ০৯:৩০:১৩
রংপুর বাসীদের জন্য দুঃসংবাদ 

নিজস্ব প্রতিবেদক : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির ফলে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে ডালিয়া পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয় ৫২.৪৫ সেন্টিমিটার, যা বিপদসীমার চেয়ে ৩০ সেন্টিমিটার বেশি। এ অবস্থায় তিস্তা ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ঢলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান কর্মকর্তারা।

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানীসহ বিভিন্ন এলাকায় পাঁচ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

স্থানীয়দের মতে, সন্ধ্যার পর হঠাৎ পানি বাড়তে শুরু করে এবং রাতেই অনেক ঘরবাড়ি ডুবে যায়। মানুষজন নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।

ডিমলা উপজেলার ইউএনও ইমরানুজ্জামান বলেন, ইতোমধ্যে একটি বাঁধে ভাঙন দেখা দিলেও তা মেরামত করা হয়েছে। পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার সরবরাহ শুরু হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে